অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল র্যাiব ও পুলিশকে অস্ত্র সরবরাহ করতে নিষেধ করেছে


Bangladesh Parliament
Bangladesh Parliament

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল , বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের জন্যে আবার ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই সাথে এই বিচারবহিভূত হতাকান্ডের সঙ্গে জড়িত র‌্যাপিড অ্যাকশান বাটেলিয়ানের বা র‌্যাব এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে যেন অস্ত্র সরবরাহ করা না হয় , সে জন্যে সরবরাহকারী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

লন্ডন থেকে বুধবার প্রকাশিত অ্যামনেস্টির সর্ব সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র , চীন , বেলজিয়াম , রাশিয়াসহ কয়েকটি দেশ অস্ত্রের সরবরাহদাতা। রিপোর্টে বলা হয় যে যারা বিচার বহির্ভূত হত্যাকান্ডের কথা জেনেও অস্ত্র সরবরাহ করবে, ঐ দোষের দায় তাদের উপর ও কিছুটা বর্তায়।

XS
SM
MD
LG