অ্যাকসেসিবিলিটি লিংক

বন্যা কবলিত পাকিস্তানে আবার প্রচন্ড বৃষ্টি হয়েছে, ত্রাণ তত্পরতা বিঘ্নিত হচ্ছে


রবিবার বন্যা কবলিত পাকিস্তানে আবার প্রচন্ড বৃষ্টি হয়েছে। তাতে ত্রাণ তত্পরতা বিঘ্নিত হয় এবং বন্যার শিকার হয়েছে যে ১ কোটি ৫০ লক্ষ মানুষ তাদের সঙ্কট আরও তীব্র হয়। কয়েক দশকে পাকিস্তানে এত ভয়াবহ বন্যা আর হয়নি।

উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবিশ্রান্ত বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজে নিয়োজিত হেলিকপ্টারগুলো উড়তে দেওয়া হয়নি।

পাকিস্তানী কর্মকর্তারা বলেছেন যে বন্যার জল উত্তরপশ্চিমাঞ্চল তলিয়ে দিয়েছে তা এখন দক্ষিণে সিন্ধু অববাহিকা অঞ্চল দিয়ে সিন্ধু প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। কর্মকর্তারা বলেন বন্যায় অন্তত ১ হাজার ৬০০ মানুষ প্রাণ হারিয়েছে।

ওদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গতকাল শনিবার ব্রিটেন প্রবাসী পাকিস্তানীদের এক সমাবেশে ভাষণ দেন। ত্রাণ ও উদ্ধার তত্পরতা তত্তাবধান না করার জন্য তিনি দেশে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।

XS
SM
MD
LG