অ্যাকসেসিবিলিটি লিংক

সংবিধান সংশোধন বিষয়ক সুপারিশ সংসদে পেশ


সংবিধান সংশোধন বিষয়ক সুপারিশ সংসদে পেশ
সংবিধান সংশোধন বিষয়ক সুপারিশ সংসদে পেশ

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি তাদের প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছে।কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী রাত পৌনে ৮টার দিকে প্রতিবেদটি সংসদে উত্থাপন করেন । এই রিপোর্টে ৫১টি প্রস্তাব করা হয়েছে। সাজেদা চৌধুরী বলেন যে বিরোধী দল সংসদে এসে তত্বাবধায়ক সরকার সম্বন্ধে প্রস্তাব রাখলে সেটি বিবেচনা করা হবে।

তবে জাতীয় সংসদের খসড়া প্রস্তাবে রাষ্ট্রীয় চার মূলনীতি,৭ মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণা : উত্থাপিত প্রতিবেদনে সংবিধানের চার রাষ্ট্রীয় মূলনীতি ফিরিয়ে আনা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়াসহ সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং তার দেওয়া স্বাধীনতার ঘোষণা অন্তর্ভুক্ত করা হয়েছে।

৪০ পৃষ্ঠার এই প্রতিবেদনটি কমিটির ১৫ সদস্যের স্বাক্ষরসহ সংসদে উত্থাপন করা হয়।
এ সময় স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG