অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় জাহাজে হান দেয়ার জন্যে কোন ক্ষমা প্রার্থনা নয়: ইসরাইলী প্রধানমন্ত্রী


গাজায় জাহাজে হান দেয়ার জন্যে কোন ক্ষমা প্রার্থনা নয়: ইসরাইলী প্রধানমন্ত্রী
গাজায় জাহাজে হান দেয়ার জন্যে কোন ক্ষমা প্রার্থনা নয়: ইসরাইলী প্রধানমন্ত্রী

গাজা গামি জাহাজে গত বছর ইসরাইলী সেনাবাহিনী অভিযান চালিয়ে যে ন জন তুর্কি সক্রিয়বাদীকে হত্যা করেছে , তার জন্যে ক্ষমা চাইতে ইসরাইলী প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতেনইয়াহু অস্বীকৃতি জানিয়েছেন।

তবে তিনি রোববার বলেন যে তার দেশ কখনও চায়নি যে তুরস্কের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটুক এবং এখনও তা চায় না।

জাতিসংঘের এই রিপোর্ট প্রকাশ হবার পর যে সেই অভিযানটি বৈধ হলেও , ইসরাইল অত্যধিক শক্তি প্রয়োগ করেছে, তুরস্ক ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিস্কার করেছে এবং ইসরাইলের সঙ্গে সব ধরণের সামরিক সম্পর্ক স্থগিত করেছে।

ইসরাইল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে তুরস্কের এই সব পদক্ষেপে দুঃখ প্রকাশ করে বলেছে যে ইসরাইল এ দুটি সমাজের মধ্যে তাৎপর্যপূর্ণ বন্ধন চায়। তবে এতে আরও বলা হয়েছে যে ইসরাইল ঐ অভিযানের জন্যে আঙ্কারা সরকারের কাছে ক্ষমা চাইতে পারেনা কারণ ইসরাইল বৈধ আত্মরক্ষার্থে ঐ অভিযান চালিযেছিল।

তবে তুরস্কের একজন রাজনৈতিক ভাষ্যকার আসলি আইদিনতাসবাস বলেন যে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব যতটুকু জানি এবং তুরস্কের সঙ্গে এই বিসয়টির গুরুত্ব বিবেচনা করে মনে হয় না , তুরস্কের কাছে ক্ষমা ছাড়া আর কিছু গ্রহণযোগ্য হবে। এ দিকে জাতিসংঘের মহাসচিব বান কী মুন উভয় পক্ষই ঐ অঞ্চলের গুরুত্বপুর্ণ দেশ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবিলার জন্যে তাদের স্বাভাবিক সম্পর্ক অত্যন্ত দরকার বলে বান কি মুন মনে করেন।

XS
SM
MD
LG