অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ –ভারত সুসম্পর্ক দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত হতে পারে: অধ্যাপক আলী রীয়াজ


বাংলাদেশ –ভারত সুসম্পর্ক দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত হতে পারে: অধ্যাপক আলী রীয়াজ
বাংলাদেশ –ভারত সুসম্পর্ক দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত হতে পারে: অধ্যাপক আলী রীয়াজ

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফর এবং দ্বিপাক্ষিক বিষয়ে বোঝাপড়ার নতুন অবকাশ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স এন্ড গভর্ণমেন্ট বিভাগের অধ্যাপক , ড আলী রীয়াজ বলেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে যদি অর্থনৈতিক , বানিজ্যিক এবং অভিন্ন নদীর পানি বন্টন বিষয়ে দীর্ঘ স্থায়ী বোঝাপড়া হয় এবং এতে যদি দু পক্ষই লাভবান হয় , তা হলে তা দক্ষিণ এশিয়ার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।

ড রীয়াজ বলেন যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমন্ডলে যে সব পরিবর্তন ঘটছে , তার পরিপ্রেক্ষিতে এই দুই দেশের সম্পর্কেও পরিবর্তন আসছে। তিস্তা চুক্তি তাড়াহুড়ো করে স্বাক্ষরিত না হওয়ায় ড রীয়াজ খুব একটা সমস্যা দেখেন না , তবে তিনি বলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের অভিন্ন নদীগুলির পানি বন্টন বিষয়ে স্থায়ী সমাধান প্রয়োজন। ড রীয়াজ ট্রানজিট এবং কানেক্টিভিটির সমর্থক তবে বলেন যে এ ক্ষেত্রেও বাংলাদেশকে অবকাঠামো নির্মাণ করতে হবে এবং নিজের স্বার্থের দিকে নজর রাখতে হবে। আলী রীয়াজ বলেন যে ভারত বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন চুক্তি নিয়ে এখনও পর্যন্ত খুব একটা সাহসী ভূমিকা পালন করতে পারেনি।



XS
SM
MD
LG