অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থনীতিকে চাঙ্গা করতে ৩০ হাজার কোটি ডলারের পরিকল্পনার প্রস্তাব


অর্থনীতিকে চাঙ্গা করতে ৩০ হাজার কোটি ডলারের পরিকল্পনার প্রস্তাব
অর্থনীতিকে চাঙ্গা করতে ৩০ হাজার কোটি ডলারের পরিকল্পনার প্রস্তাব

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামা, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে ৩০ হাজার কোটি ডলারের আইন প্রস্তাব অনুমোদন করার জন্য কংগ্রেসের কাছে আবেদন জানাবেন। ওই আইন প্রস্তাবের অধীনে কর হ্রাস, নির্মাণ কার্যক্রম এবং বেকার কর্মীদের জন্য সাহায্য দেওয়া হবে।

বৃহষ্পতিবার রাতে প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ভাষণ দেবেন এবং তার পরিকল্পনা উন্মোচন করবেন। কিন্তু সরকারি কর্মকর্তারা এ সপ্তাহে পরিকল্পনার কিছু খুটিনাটি প্রকাশ করেন। সংবাদ মাধ্যমে বলা হয় মি ওবামা চান যে সকল কর্মী দীর্ঘ সময়ের জন্য যারা বেকার তাদের জন্য আর্থিক সাহায্যদান নবায়ন করা হোক। এ সপ্তাহের গোড়ার দিকে প্রেসিডেন্ট বলেছেন এ বছরের শেষ নাগাদ সকল কর্মী যাদের ২ শতাংশ বেতন কর হ্রাস শেষ হয়ে যাওয়ার কথা তা এক বছরের জন্য সম্প্রসারিত করা হোক।

এ ছাড়াও প্রেসিডেন্ট মালিকদের জন্য কর হ্রাসের এবং যে সব কম্পানি আরও কর্মী নিয়োগ করবে তাদের কর হ্রাসের কথা বলবেন। মি ওবামা রাস্তাঘাট, সেতু এবং স্কুল মেরামতের জন্য ব্যয়ের প্রস্তাব দেবেন বল বলা হচ্ছে।

XS
SM
MD
LG