অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার লড়াই এখন ও শেষ হয়নি: এনটিসি


লিবিয়ার লড়াই এখন ও শেষ হয়নি: এনটিসি
লিবিয়ার লড়াই এখন ও শেষ হয়নি: এনটিসি

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশানাল কাউন্সিল বা এনটিসি’র নির্বাহী কমিটির প্রধান মোহাম্মদ জিব্রিল বৃহস্পতিবার ত্রিপোলিতে সংবাদদাতাদের বলেছেন যে লিবিয়ার দক্ষিণে এখন ও এমন কিছু শহর রয়ে গেছে যা গাদ্দাফির বাহিনীর হাত থেকে মুক্ত করতে হবে।

তিনি বলেন শান্তি ও স্থিতিশীলতাই হচ্ছে অগ্রাধিকারের বিষয় এবং বলেন যে যুদ্ধ শেষ হয়ে গেলে , নতুন সংবিধান হলে , তখনই রাজনৈতিক প্রক্রিয়া শুরু হতে পারে।

দিনে আরও আগের দিকে , সিরিয়ার এক টেলিভিশন স্টেশান থেকে ক্ষমতাচ্যুত লিবিয়ান নেতা মোয়াম্মর গাদ্দাফির কথিত একটি অডিও বার্তা প্রচার করা হয়। তিনি ওই সব খবরের সমালোচনা করেন যে তিনি কনভয়ে করে প্রতিবেশি দেশ নিজারে পালিয়ে গেছেন।

বৃহষ্পতিবার আল রাই টেলিভিশন থেকে সম্প্রচারিত বার্তায় মি গাদ্দাফি ওই সব রিপোর্টকে মিথ্যে বলে আখ্যায়িত করেন এবং বলেন তিনি লিবিয়াতেই আছেন। তিনি বলেন লোকজনের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য ওই সব রিপোর্ট প্রচার করা হয়। তিনি বলেন তার সমর্থকরা নেটোকে পরাজিত করবে।

XS
SM
MD
LG