অ্যাকসেসিবিলিটি লিংক

লন্ডনে এবারকার দাঙ্গা সম্পূর্ণ ভিন্ন ধরণের : আব্দুল গাফফার চৌধুরী


Otac i sin na jednoj od ulica Bhubaneswara, Indija.
Otac i sin na jednoj od ulica Bhubaneswara, Indija.

ব্রিটেনের দাঙ্গা এখন আর কেবল লন্ডনের কয়েকটি এলাকার মধ্যে সীমিত নেই । এই দাঙ্গা ছড়িয়ে পড়েছে লন্ডনের বাইরে বার্মিংহ্যাম , লিভারপুল এবং ব্রিস্টলেও । এদিকে এতে আহত একজন এরই মধ্যে প্রাণ হারিয়েছেন।

এই দাঙ্গার স্বরূপ , কারণ , দাঙ্গা দমনে ব্যবস্থা এ সব নিয়েই লন্ডনে বাংলাদেশের প্রবাসী সাংবাদিক এবং বিশিষ্ট লেখক ও ভাষ্যকার আব্দুল গাফফার চৌধুরী ভয়েস অফ আমেরিকাকে এক সাক্ষাৎকারে বলেছেন, এর আগে তিনি যেসব দাঙ্গা দেখেছেন , সেগুলো থেকে এটি সম্পুর্ণ ভিন্ন ধরণের দাঙ্গা । এতে একদিকে যেমন টুইটার কিযবা ফেইসবুকের মতো সামাজিক যোগযোগের মাধ্যম ব্যবহার করা হয়েছে , অন্যদিকে তেমনি কিছু তরুণ কিশোর কালো হুড পরে লুঠতরাজে যোগ দিয়েছে।

তিনি বলেন যে এর পেছনে কিছু কারণও থাকতে পারে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যে রকম কঠিন কৃচ্ছ্রতা এবং বিপুল পরিমাণ অর্থের সাশ্রয়ের ঘোষণা দিয়েছেন , তাতে অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছে। আব্দুল গাফ্ফার চৌধুরী মনে করেন যে এতে অনেকের, বিশেষত তরুণদের মনে ক্ষোভ থাকতে পারে।

XS
SM
MD
LG