অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপ ব্যাঙ্কে আরও অর্থায়ন দেওয়ার চেষ্টা করছে


ইউরোপ ব্যাঙ্কে আরও অর্থায়ন দেওয়ার চেষ্টা করছে
ইউরোপ ব্যাঙ্কে আরও অর্থায়ন দেওয়ার চেষ্টা করছে

ইউরোপীয় কর্মকর্তারা ঐ মহাদেশের সমস্যা সঙ্কুল ব্যাঙ্কগুোলাতে নতুন অর্থ যোগানের দিকে এগিয়ে যাচ্ছেন। ব্যাঙ্কগুলো গ্রীসের সম্ভাব্য ঋণখেলাফি নিয়ে সমস্যর মুখোমুখি হয়েছে।

অর্থনৈতিক ভাবে ইউরোপের সব চেয়ে শক্তিশালী দেশ জার্মানীর চান্সালার আঙ্গেলা মার্কেল বুধবার এই ব্যাপারে তার সমর্থন জানান। তিনি বলেন যে ব্যাঙ্কগুলোর জন্যে ইউরোপজুড়ে নগদ অর্থায়ন করা উচিৎ যদি এ ব্যাপারে অভিন্ন মতামত থাকে যে সরকারী বন্ডের সম্ভাব্য ক্ষতি পূরণের জন্যে সেটা ব্যাঙ্কের প্রয়োজন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ এর ইউরোপীয় বিভাগের প্রধান অ্যান্টোনিও বর্জেস বলেন যে এটা কোন গোপন কথা নয় যে ইউরোপের কর্তৃপক্ষ ব্যক্তিমালিকানাধীন ব্যাঙ্কের তহবিলে সরকারী অর্থ জোগানের চেষ্টা করছেন অনেকটা যেমন ২০০৮ সালে বিশ্ব মন্দার শুরুতে যুক্তরাষ্ট্র করেছিল। একটি আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাঙ্ক মর্গান স্ট্যানলি বলেছে ইউরোপীয় ব্যাঙ্ক ‘এর নতুন অর্থায়ন হিসেবে আঠারো হাজার ছ শ কোটি ডলারের প্রয়োজন পড়তে পারে।

ফরাসি ও বেলজিয়ান কর্মকর্তারা ডেক্সিয়া ব্যাঙ্ককে দেউলিত্ব থেকে রক্ষার চেষ্টা করা থেকে এই ব্যাঙ্ক বাঁচানোর প্রচেষ্টা শুরু।

XS
SM
MD
LG