অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরবে মৃত্যুদন্ড প্রাপ্ত বাংলাদেশীদের মরদেহ আত্মীয়রা ফেরত চাইছে


সৌদি আরবে এক মিশরীয় নাগরিককে কে হত্যার অভিযোগে রবিবার প্রকাশ্যে আটজন বাংলাদেশীর শিরচ্ছেদ করে তাঁদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে নিহতদের আত্মীয় পরিজন , বাংলাদেশের সাধারণ মানুষ এবং মানবাধিকার সংস্থা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থার খবরে বলা হয়, ২০০৭ সালের এপ্রিলে একটি গুদামে সশস্ত্র ডাকাতির সময় এক মিসরীয় নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য শিরশ্ছেদ হওয়া আটজনসহ মোট ১১ জন বাংলাদেশীকে অভিযুক্ত করা হয়। অন্য তিনজন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আটজন বাংলাদেশির শিরশ্ছেদের এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবিলম্বে শিরশ্ছেদ বন্ধ করতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি বলেছে, সৌদি আরবের বিচারব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে অনেক নিচে। সে অবস্থায় একই সঙ্গে আটজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গভীরভাবে অস্বস্তিকর। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকা বিষয়ক উপ-পরিচালক হাসিবা হাদজ শাহরাবি বলেন, সৌদি সরকারকে অবশ্যই মৃত্যুদণ্ড সম্পূর্ণ বন্ধ করার বিষয়টি মাথায় রাখতে হবে।

XS
SM
MD
LG