অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আটক চারজন ভারতীয় নাগরিক এখন মুক্ত


গত বৃহস্পতিবার সিলেটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ব’লে পরিচয় দানকারিদের দ্বারা অপহৃত ভারতীয় কাশ্মিরের চারজন নাগরিককে রোববার সকাল বেলায় ছেড়ে দেওয়া হয়েছে। এই চারজনের মধ্যে দু জন সিলেটের একটি বেসরকারী মেডিকেল কলেজের শিক্ষক এবং অপর দু জন ঐ কলেজেরই শিক্ষার্থি। আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর তরফ থেকে তাদের ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করা হয়েছে।

তবে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেন যে আইন শৃঙ্খলারক্ষাকরীরাই ঐ চারজন ভারতীয়কে ধরে নিয়ে যায়। তবে কলেজের বর্তমান অধ্যক্ষ এ ব্যাপারে কিছু জানাতে অস্বীকৃতি জানান। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঢাকায় বলেছেন যে এই বিষয়টি স্পর্শকাতর, সে জন্যে এ নিয়ে কোন মন্তব্য করা যাবে না তবে এ নিয়ে তদন্ত হচ্ছে বলে তিনি জানান। ।

ঢাকার সংবাদ মাধ্যমে প্রচারিত খবরাখবরে বলা হচ্ছে দিল্লি হাই কোর্টের বোমা হামলার সঙ্গে সম্প্রৃক্ততার সন্দেহে এঁদের জিজ্ঞাসাবাদের জন্যে ধরা হয়েছিলো

XS
SM
MD
LG