অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনেশিয়ার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিপুল সংখ্যক ভোটদাতার উপস্থিতি


তিউনেশিয়ার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিপুল সংখ্যক ভোটদাতার উপস্থিতি
তিউনেশিয়ার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিপুল সংখ্যক ভোটদাতার উপস্থিতি

তিউনেশিয়া যার বিপ্লবের কারণে উত্তর আফ্রিকা ও মধ্য প্রাচ্য জুড়ে “ আরব বসন্তের “ সূচনা , সেই দেশটিতে এই প্রথম একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আবারও ইতিহাস তৈরি হচ্ছে।

১৯৫৬ সালে দেশটি স্বাধীনতা লাভের পর এই প্রথম সেখানকার বহুদলীয় নির্বাচনে অংশ নিচ্ছেন জনগণ । বিপুল সংখ্যক তিউনেশিয়া বাসী উত্তেজনা ও গর্বের সঙ্গে ভোটকেন্দ্রে হাজির হচ্ছে।

রোববারের এই নির্বাচনে শতাধিক দল তাদের প্রার্থি দিয়েছে। আগেকার নির্বাচনগুলিতে কেবল মাত্র ক্ষমতাসীন দলকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হতো।

আরব বসন্তের ফলে হচ্ছে এটি হচ্ছে প্রথম ভোট গ্রহণ । ন মাসের কিছু আগে তিউনেশিয়া দীর্ঘ দিনের স্বৈরশাসক জাইন এল আবিদিন বেন আলীকে অপরসারণ করা হয়। এই নির্বাচনের ফলে যদি কার্যকর সরকার গঠিত হয় তা হলে তা এই অঞ্চলের জন্যে মডেল হিসেবে থাকবে।

ভোটদাতারা ২১৭ টি আসনের জন্য একটি আইন পরিষদ নির্বাচিত করবে, যারা সেখানে অন্তবর্তী সরকার গঠন করবে এবং উত্তর আফ্রিকার ঐ দেশটির জন্যে একটি সংবিধান রচনা করবে।

XS
SM
MD
LG