অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার এনটিসির দখলে এখন সির্তের মূল ঘাঁটি


লিবিয়ার এনটিসির দখলে এখন সির্তের মূল ঘাঁটি
লিবিয়ার এনটিসির দখলে এখন সির্তের মূল ঘাঁটি

লিবিয়ার অন্তবর্তী সরকারের যোদ্ধারা বলছেন যে তারা সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফির নিজ শহর সির্তের একটি কনভেনশন সেন্টারের মূল ভবনগুলি দখল করে নিয়েছে।

ন্যাশনাল ট্রানজিশানাল কাউন্সিল বা এনটিসি’র যোদ্ধরা আজ রোববার বলেছে যে তারা এখন সেই কেন্দ্রটি নিয়ন্ত্রণ করছে যা কীনা গাদ্দাফির অনুগতরা তাদের অভিযানের প্রধান ঘাটিঁ হিসেবে ব্যবহার করতো।

শনিবার এনটিসি’র যোদ্ধারা যখন সিতেূর দিকে এগিয়ে যায় , তখন তারা গাদ্দাফি পন্থি চোরাগুপ্তার হামলাকারীদের তরফ থেকে প্রচন্ড বাধার সম্মুখীন হয়। এই সময়ে বালুঝড় ও এনটিসি বাহিনীর অগ্রসরকে ব্যাহত করে।

সির্তে , লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৩৬০ কিলোমিটার পূবে অবস্থিত এবং দীর্ঘ দিন ধরেই সেটি মি গাদ্দাফির সমর্থনের কেন্দ্রস্থল হয়ে রয়েছে। অন্তবর্তী সরকারের যোদ্ধারা তিন সপ্তা ধরে । শহরে প্রবেশের চেষ্টা করছে।

.

XS
SM
MD
LG