অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে অসামরিক লোকের হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে


জাতিসংঘের নতুন এক রিপোর্টে বলা হয়েছে আফগানিস্তানে অসামরিক লোকজনের মৃত্যু সংখ্যা চলতি বছরের প্রথমার্ধে ৩১ শতাংশ বেড়েছে আর এই সব মৃত্যুর বেশিরভাগের জন্যেই তালিবান ও অন্যান্য বিদ্রোহিদেরকে দায়ি করা হ’চ্ছে । মঙ্গলবার প্রকাশিত ঐ রিপোর্টে বলা হচ্ছে সংঘাত সংশ্লিষ্ট হানাহানিতে প্রায় তেরো শ’ আফগান নিহত হয়েছে জখম হয়েছে আরও দু’ হাজার লোক।

এসব আঘাতের বেশির ভাগই ছিলো ঘরে তৈরি হাত বোমার বিস্ফোরণের কারণেই বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটে। জাতিসংঘ বলছে তালিবান ও অন্যান্য বিদ্রোহিরা এসব মৃত্যুর ৭৬ শতাংশের জন্যে দায়ি। এ বছর এসব মৃত্যুর ১২ শতাংশের দায়দায়িত্ব নেটোর বাহাইনীর ওপর বর্তায় ব’লে বলা হ’চ্ছে ।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও নেটো বাহিনীর শীর্ষ সেনাধিনায়ক জেনারেল ডেভিড পেট্রিয়াস বলেছেন অসামরিক লোকজনের মৃত্যু ঠেকাতে জোট বাহিনীকে অবশ্যই চেষ্টা চালাতে হবে।
এ সম্পর্কে আমাদের স্টুডিওতে বিস্তারিত আলোচনা করেছেন রোকেয়া হায়দার ও আনিস আহমেদ

XS
SM
MD
LG