অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীস সাবেক ব্যাংক কর্মকর্তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে


Lucas Papademos (File)
Lucas Papademos (File)

গ্রীস, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবির এক সাবেক শীর্ষ কর্মকর্তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে।

এর আগে কয়েকদিন কোয়ালিশন সরকার গঠনের বিষয়ে জোরালো আলোচনা হয়। গ্রীস আশা করছে তাদের গভীর আর্থনীতিক সঙ্কট কাটিয়ে উঠতে কোয়ালিশন সরকার সহায়ক হবে।

ইসিবির সাবেক ভাইস প্রেসিডেন্ট লুকাস পাপাডেমস অন্তর্বর্তী ঐক্য সরকারের প্রধান হবেন।

আশা করা হচ্ছে যে সরকার নতুন ইউরোপিয়ান আর্থনীতিক উদ্ধার পরিকল্পনা কার্যকর করবে এবং এটা নিশ্চিত্ করবে যে গ্রীস বর্তমানের আর্থনীতিক উদ্ধার পরিকল্পনার অধীনে প্রাপ্ত ঋণের পরবর্তী থোক সাহায্য পাবে।

XS
SM
MD
LG