অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসের ঋণ বিষয়ক গণভোট সম্পর্কে ইউরোপীয় নেতারা আলোচনায় বসছেন।


গ্রীসের ঋণ বিষয়ক গণভোট সম্পর্কে ইউরোপীয় নেতারা আলোচনায় বসছেন।
গ্রীসের ঋণ বিষয়ক গণভোট সম্পর্কে ইউরোপীয় নেতারা আলোচনায় বসছেন।

গ্রীসের প্রধানমন্ত্রী জর্জ পাপানড্রিউর সঙ্গে ঋণ মওকুফ বিষয়ে তার গণভোট আহ্বান সম্পর্কে আজ বুধবার ইউরোপীয় নেতারা বোঝা পড়া করার লক্ষে এক বৈঠকে বসছেন।

ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং জার্মান চান্সালার আ্ঙ্গেলা মারকেল গ্রীক প্রধানমন্ত্রীকে ফ্রান্স এর কান শহরে বৈঠকের জন্যে ডেকে পাঠিয়েছেন। এর একদিন পরই সেখানেই বিশ্বের নেতারা উন্নত ও বিকাশশীল দেশগুলোর সমন্বয়ে গঠিত জি-টুয়েন্টির বৈঠক করবেন। গ্রীস ঐ গোষ্ঠির সদস্য নয় কিন্তু মি পাপান্ড্রিউর অকস্মাৎ গণভোট পরিকল্পনা ঐ শীর্ষ বৈঠকের মূল আলোচ্য বিষয় হয়েছে।

গতকাল প্রধান মন্ত্রী পাপানড্রিউ গণভোটের ঘোষনা করার পর বিশ্ব হতবাক হয়ে যায় এবং সারা পৃথিবীর শেয়ার বাজারে ধ্বস নামে। ইউরোপীয় অর্থনীতির অনিশ্চয়তার দরুন বিনিয়োগকারীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গত সপ্তায় সম্পাদিত চুক্তি অনুযায়ী গ্রীসের অর্থনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষে দেশটির চৌদ্দ হাজার কোটি ডলার ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু গ্রীসের জনগণ কৃচ্ছ্রতা সাধনের শর্তের বিরুদ্ধে জোরালো এবং কখনও কখনও সহিংস প্রতিবাদ জানিয়েছে।

XS
SM
MD
LG