অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের উপর যুক্তরাষ্ট্রের চাপ সমর্থনের আহ্বান জানালেন ওবামা


Məhəmməd Mursi tərəfdarlarının məskunlaşdığı çadır düşərgəsi
Məhəmməd Mursi tərəfdarlarının məskunlaşdığı çadır düşərgəsi

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের স্পর্শকাতর পারমানবিক তৎপরতা রোধে আমেরিকান চাপ প্রয়োগ প্রচেষ্টায় রুশ ও চীনা নেতাদের সমর্থনের আবেদন জানিয়েছেন। তবে তিনি দেশের অভ্যন্তরে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বীদের সমালোচনার সম্মুখীন হয়েছেন। তাঁরা ঐ পারমানবিক বিরোধে আমেরিকার তরফ থেকে আরো কঠিন পদক্ষেপের আহবান জানাচ্ছেন।

তিনি হাওয়াই-এর হনলুলুতে আঞ্চলিক শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে ইরানের পারমানবিক কর্মসূচীর ব্যপারে রুশ প্রেসিডেন্ট দমিত্রি মেদ্ভেদেভ ও চীনা প্রেসিডেন্ট হু জিনটাও এর সঙ্গে পৃথক ভাবে কথা বলেন।

মিষ্টার ওবামা বলেন, মিষ্টার মেদ্ভেদেভের সঙ্গে বৈঠক শেষে তিনি ও রাশ্যান প্রেসিডেন্ট ইরানের পারমানবিক তৎপরতার পরিবর্তে সে দেশটি যাতে আন্তর্জাতিক দায়দায়িত্ব মেনে চলতে রাজী হয়, সেই উদয়োগে তাঁদের অভিন্ন পদক্ষেপ নেবার কথা পূণর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীনা নেতা হু জিনটাও এর সঙ্গে বৈঠকের আগে বলেন, তিনি ও মিষ্টার হু চান ইরান আন্তর্জাতিক নীতিমালা ও মানদন্ড মেনে চলুক।

XS
SM
MD
LG