অ্যাকসেসিবিলিটি লিংক

কোরিয়া-যুক্তরাষ্ট্র অবাধ বানিজ্য চুক্তি সম্পন্ন হয় প্রায় সাড়ে চার বছর আগে


কোরিয়া-যুক্তরাষ্ট্র অবাধ বানিজ্য চুক্তি সম্পন্ন হয় প্রায় সাড়ে চার বছর আগে
কোরিয়া-যুক্তরাষ্ট্র অবাধ বানিজ্য চুক্তি সম্পন্ন হয় প্রায় সাড়ে চার বছর আগে

দক্ষিন কোরিয়ার সংসদ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এক অবাধ বানিজ্য চুক্তি অনুসমর্থন করেছে –বিতর্কীত ভোটাভুটিতে , যা কিনা সংসদ কক্ষে সহিংসতার উদ্ভব ঘটায় । মঙ্গলবার বিশেষ সংসদ অধিবেশন চলাকালে বিলটি ১শ ৫১ – ৭ ভোটে পাশ হয় । তুলনামুলকভাবে একেবারেই অল্প কয়েকজন বিরোধী দলিয় সাংসদ ক্ষুদ্ধ প্রতিক্রিয়ায় ভোট অনুষ্ঠানে অধিবেশনকে বাধ্য করেন – তাঁরা চিত্কার হৈ-হট্রগোল বাধান – এবং সংসদ কক্ষের ভেতরে একটা কাঁদানে গ্যাসের টিন ফাটান তাঁরা ।

যুক্তরাষ্ট্র সংসদে এক মাস আগে এ রফা অনুমোদিত হয়েছে এবং প্রেসিডেণ্ট বারাক ওবামা এতেসই করার পর এটি আইনী রফায় পরিনত হ’য়েছে । যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারী ওয়েন্ডী শেরমান এ চুক্তিকে দু’দেশের স্বার্থ রক্ষার তাগিদেই সম্পন্ন হ’য়েছে বলে উল্লেখ করেন ।

-এ্যাক্ট

মঙ্গলবার সৌলে পররাষ্ট্র দফতরে আলোচনার পর তিনি এ মন্তব্য করেন ।

কোরিয়া-যুক্তরাষ্ট্র অবাধ বানিজ্য চুক্তি নামে পরিচিত এ রফা সম্পন্ন হয়েছিলো প্রায় সাড়ে চার বছর আগে ।

XS
SM
MD
LG