অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার প্রতি আরব লীগের আহ্বান : পর্যবেক্ষকদের আসতে দিন , নইলে আরও নিষেধাজ্ঞা


সিরিয়ার প্রতি আরব লীগের আহ্বান : পর্যবেক্ষকদের আসতে দিন , নইলে আরও নিষেধাজ্ঞা
সিরিয়ার প্রতি আরব লীগের আহ্বান : পর্যবেক্ষকদের আসতে দিন , নইলে আরও নিষেধাজ্ঞা

আরব লীগের পররাষ্ট্র মন্ত্রীরা সিরিয়ায় পর্যবেক্ষক প্রবেশের অনুমতি দিয়ে একটি চুক্তি স্বাক্ষরের জন্যে সিরিয়াকে শুক্রবার পর্যন্ত সময় দিয়েছে।

লীগের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার বলেন যে সিরিয়া যদি দাবি মানতে অস্বীকৃতি জানায় তা হলে শুক্রবার তাঁরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে।

সিরিয়ার শাসকগোষ্ঠি সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী দমন অভিযান অব্যাহত রাখে তা হলে ঐ আঞ্চলিক গোষ্ঠি সিরিয়ার সরকারের বিরুদ্ধে আরও ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করে দেখছে।

আরব লীগ দু সপ্তা আগে ঐ সংড়ঠন থেকে সিরিয়ার সদস্যপদ বাতিল করে দেয় এবং এ নিয়ে উস্মা প্রকাশ করে যে সহিংসতা বন্ধ করে সিরিয়ার সৈন্যদের লোকালয় থেকে সরিয়ে নিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাঁর প্রতিশ্রুত পালনে ব্যর্থ হয়েছেন।

ফরাসী পররাষ্ট্র মন্ত্রী আলেঁ ঝুপে তার প্রস্তাবে প্রস্তাবে বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় তার কথায়, সিরিয়ায় একটি মানবিক অঞ্চল গড়ে তুলবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক সেখানে পাঠাবে।

ফরাসী পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এই কার্যব্যবস্থার প্রতি আরব লীগের সমর্থন লাভের চেষ্টা করবেন, এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে আন্তর্জাতিক শরীকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন ।

জাতিসংঘ জানিয়েছে, মার্চ মাস থেকে সিরিয়ার বিদ্রোহে অন্ততঃ ৩৫০০ লোক নিহত হয়েছে ।

XS
SM
MD
LG