অ্যাকসেসিবিলিটি লিংক

আরব লীগে সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদিত


আরব লীগে সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদিত
আরব লীগে সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদিত

বিরোধীদের উপর সিরিয়ার সরকারের দমন অভিযানের বিরুদ্ধে আরব লীগ অভুতপুর্ব নিষেধাজ্ঞা জারি করেছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী হামাস বিন জাসিম কায়রোতে সংবাদদাতাদের বলেন যে আরব লীগের ২২টি সদস্যের মধ্যে ১৯টি সদস্য এই নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়েছে। এই সব পদক্ষেপের মধ্যে রয়েছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে লেন দেন বন্ধ করা , শীর্ষ সিরীয় কর্মকর্তাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সিরিয়ায় বিভিন্ন প্রকল্পের বিনিয়োগ বন্ধ।

এই নিষেধাজ্ঞা আরোপ সিরিয়ার জন্য বিরাট এক আঘাত কারণ সিরিয়া নিজেকে দীর্ঘ দিন ধরে আরব জাতীয়তাবাদের রক্ষক বলে মনে করে আসছে। দ্য এসোসিয়েটেড প্রেস বলছে দামেস্ক আরব লীগের এই নিষেধাজ্ঞা জারির ভোটগ্রহণকে প্রতারণা বলে অভিহিত করেছে।

আরব লীগের এই নিষেধাজ্ঞা সিরিয়া অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করলো। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার তেল ও অন্যান্য পন্য রপ্তানীর ওপর নিষেধাজ্ঞা জারী করে।

XS
SM
MD
LG