অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কঙ্গোতে বন্দুকধারীদের ভোট কেন্দ্রে হামলা


দক্ষিণ কঙ্গোতে বন্দুকধারীদের ভোট কেন্দ্রে হামলা
দক্ষিণ কঙ্গোতে বন্দুকধারীদের ভোট কেন্দ্রে হামলা

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দক্ষিনাঞ্চলের একটি ভোট কেন্দ্রে বন্দুক ধারীরা আক্রমণ চালিয়ে অন্তত দু জনকে হত্যা করেছে এবং বেশ কিছু ব্যালট বাক্স পুড়িয়ে দিয়েছে।

কঙ্গোর ভোটদাতারা সেখানকার প্রেসিডেন্ট ও আইন পরিষদের নির্বাচনে ভোট দেয়ার সময়ে সোমবার লুবুম্বাশী শহরে এই আক্রমণের ঘটনাটি ঘটলো। দেশটি স্বাধীন হবার পর এটিই ছিল দ্বিতীয় বহুদলীয় নির্বাচন। একজন স্থানীয় সংবাদদাতা ভয়েস অফ আমেরিকাকে বলেন যে প্রায় জনাদশেক বন্দুকধারী যেপ্রায় জনা দশেক লোক দুপুরের আগে ঐ ভোটকেন্দ্রে হামলা চালায়। সুত্র বলছে যে বন্দুকধারীরা দু জন পুলিশকে হত্যা করে , ব্যালটপত্রে অগ্নি সংযোগ করে এবং তারপর পালিয়ে যায়।

সোমবার আরো আগের দিকে বন্দুকধারী রা নির্বাচনের কাজে নিযুক্ত দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। নির্বাচনের প্রচার অভিযানের সময়েো অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

XS
SM
MD
LG