অ্যাকসেসিবিলিটি লিংক

বোমা বিষ্ফোরণে ইরানের পরমানু বিজ্ঞানী নিহত


Daya daga cikin 'yan banga da aka fi sani da lakani "Fararen Hulan JTF" ana ganishi ta madubin wata mota a kauyen Mafoni Jihar Borno watan Agusta 2013.
Daya daga cikin 'yan banga da aka fi sani da lakani "Fararen Hulan JTF" ana ganishi ta madubin wata mota a kauyen Mafoni Jihar Borno watan Agusta 2013.

ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে যে তেহরানে একটি বোমা বিষ্ফোরণে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত হন। তিনি ইরানের পরমানু কার্যক্রমেও একজন বিজ্ঞানী হিসাবেও কাজ করতেন।

ফারস সংবাদ মাধ্যম জানিয়েছে যে একজন মোটরসাইকেল আরোহী মোস্তাফা আহমাদী রোসানের গাড়ীর নীচে বোমা পেতে রাখে। ইরান ঐ আক্রমনের জন্য ইস্রায়েল কে দায়ী করছে।

রিপোর্টে বলা হয়েছে যে বুধবার, রাজধানীর উত্তরাঞ্চলে ঐ বোমা বিষ্ফোরণে আরো দুজন আহত হয়েছে।

ফারস জানিয়েছে যে রোসান “নেটানজ” পরমানু স্থাপনার একটি বিভাগের দায়িত্বে ছিলেন।

সাম্প্রতিক বছর গুলোতে বেশ ক’জন পরমানু বিজ্ঞানি নিহত বা গুরুতর ভাবে আহত হয়েছে।

XS
SM
MD
LG