অ্যাকসেসিবিলিটি লিংক

বোমা বিষ্ফোরণের পর সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়


সিরিয়ায় দুটি আত্মঘাতী বোমা আক্রমনে অন্তত ৫৫ জন নিহত হবার পর সেখানে শুক্রবার ব্যাপক বিক্ষোভ হয়। চৌদ্দ মাস আগে বিরোধীদের বিপ্লব শুরু হওয়ার পর এটা ছিল সবচাইতে মারাত্মক আক্রমনের ঘটনা।


এপ্রিল মাসে আন্তর্জাতিক দূত কফি আনান সমর্থিত অতি ভংগুর যুদ্ধবিরতি পর্যবেক্ষনের জন্য জাতি সংঘের পর্যবেক্ষকেরা সিরিয়ায় পৌঁছানোর পর সিরিয়ায় যে একের পর এক বোমা বিষ্ফোরণ ঘটে চলেছে দামেস্কের ঐ গাড়ি বোমা বিষ্ফোরণ তাদেরই একটি।


সিরিয়ার সরকার শুক্রবার জাতি সংঘ নিরাপত্তা পরিষদের কাছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইএ কার্যব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জনিয়েছে।


পর্যবেক্ষক মিশনের মুখপাত্র নীরাজ সিং বলেন, মিশনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সংখ্যা এবং সদস্য সংখ্যা একশ পঞ্চাশে উন্নিত হয়েছে।
সিরিয়ার প্রধান একটি বিরোধী দলের প্রধান বলেন, সিরিয়া সরকারের আল কাইদার সংগে যুক্ত সেনাদের যোগাযোগ রয়েছে এবং বৃহস্পতিবারের বিষ্ফোরনের জন্য এরাই দায়ী।

XS
SM
MD
LG