অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন ও বিশ্বসভায় দায়িত্বশীল ভুমিকার স্বীকৃতিতে সর্বোচ্চ ভোটে জাতিসংঘের ‘ইউ এন উইমেন’ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত


বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন ও বিশ্বসভায় দায়িত্বশীল ভুমিকার স্বীকৃতিতে সর্বোচ্চ ভোটে জাতিসংঘের ‘ইউ এন উইমেন’ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত
বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন ও বিশ্বসভায় দায়িত্বশীল ভুমিকার স্বীকৃতিতে সর্বোচ্চ ভোটে জাতিসংঘের ‘ইউ এন উইমেন’ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত

বাংলাদেশ এক প্রতিদ্বন্দ্বিতামুলক নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে, জাতিসংঘের ইউ এন নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ - ইকোসকের ৫৪টি সদস্য রাষ্ট্রই ভোট দিয়েছে। আগামী ২ বছর বাংলাদেশ এই বোর্ডের সদস্য হিসেবে কাজ করবে ।

নিউইয়র্কে বাংলাদেশ জাতিসংঘ মিশনের চার্জ দ্য এ্যাফেয়ার্স ও ইকনমিক মিনিস্টার মোহাম্মদ নজিবুর রহমান ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে এ বিষয়ে মন্তব্য করেন।

মোহাম্মদ নজিবুর রহমান বলেন – ‘বাংলাদেশের পক্ষ থেকে আমরা তুলে ধরেছি যে, নারীর ক্ষমতায়নে আমরা ইতিমধ্যেই কি করেছি । এবং সাধারণ পরিষদের অধিবেশনে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট লক্ষ্য নিয়ে বিশেষ শীর্ষ সম্মেলনে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে তার সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এবং তার প্রেক্ষাপটেই যেহেতু নির্বাচনটা হয়েছে, প্রতিটি সদস্যের মনেই কিন্তু বাংলাদেশের সাফল্যের বিষয়টি উজ্জ্বল হয়ে আছে। এবং আমরা বলা যায়, ১শো নম্বরে – ১শো নম্বরই পেয়েছি’ ।

XS
SM
MD
LG