অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান বলছে যে তারা যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান ভূপতিত করেছে


ইরান বলছে যে তারা যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান ভূপতিত করেছে
ইরান বলছে যে তারা যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান ভূপতিত করেছে

ইরানী সংবাদ মাধ্যম জানায়, একটি চালকবিহীন আমেরিকান গোয়েন্দা বিমান ইরানের আকাশ সীমা কথিত অনুপ্রবেশ করলে ইরানের সেনা বাহিনী সেটিকে গুলি করে নামিয়ে দেয়।

সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গোয়েন্দা ড্রোন বিমানটি ভীষন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেটি এখন ইরানী সামরিক বাহিনীর হেফাজতে আছে।

ইরানের সংবাদ মাধ্যম আরো জানায়, বিমানটিকে সেদেশের উত্তরাঞ্চলে ভুপাতিত করা হয়। তবে খবরে ঘটনার সময় সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। ওয়াশিংটনের কর্মকর্তাদের তরফ থেকে তাৎক্ষনিক কোন প্রতিক্রিয়া মেলেনি।

এর আগে জুলাই মাসে ইরানের সরকারী সং বাদ মাধ্যম ইরানের একজন বিধায়কের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিলো, ইরান ফরদু পারমানবিক স্থাপনার কাছে একটি আমেরিকান গোয়েন্দা বিমান গুলি ক’রে ভুপাতিত করে। পরে ইরানের revolutionary guard সেই সংবাদের সত্যতা অস্বীকার করে।

XS
SM
MD
LG