অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় পর্যবেক্ষক গ্রহণের ব্যাপারে আরব লীগ সময়সীমা বেঁধে দিয়েছে


সিরিয়ায় পর্যবেক্ষক গ্রহণের ব্যাপারে আরব লীগ সময়সীমা বেঁধে দিয়েছে
সিরিয়ায় পর্যবেক্ষক গ্রহণের ব্যাপারে আরব লীগ সময়সীমা বেঁধে দিয়েছে

আরব লীগ সিরিয়ার বিক্ষোভকারিদের ওপর সামরিক দমননীতি বন্ধের লক্ষ্যে সিরিয়াকে দেওয়া প্রস্তাবের জবাবের জন্য সে দেশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছে। প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে সংঘাতময় দেশটিতে পর্যবেক্ষক পাঠানোর কথাও রয়েছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল-থানি বলেন, দামেষ্ক প্রস্তাব সম্পর্কে ব্যাখ্যা চাওয়ার পর আরব লীগ কর্মকর্তারা তাতে সাড়া দিয়েছেন। তবে তাঁরা সেটিতে বড় ধরনের কোন পরিবর্তন আনেননি।

লীগের উর্ধতন কর্মকর্তারা বলেন, কোন চুক্তিতে পৌঁছুতে না পারা গেলে সিরিয়া সংকটে বাইরের শক্তি হস্তক্ষেপ করতে পারে।

ওদিকে বার্তা সংস্থা রয়টারস জানায়, তুর্কী সীমান্তের কাছে ইদলিব প্রদেশে এক গোয়েন্দা দপ্তরের ১২ জন গুপ্ত পুলিশ সরকার বিরোধী পক্ষে যোগ দিয়েছে। শনিবার সিরিয়ার উত্তরের সেই প্রদেশে সিরিয়ার সরকারী সেনা এবং পক্ষত্যাগকারী সৈন্যদের মধ্যে লোড়াইএ কমপক্ষে ১৫ ব্যক্তি মারা যায়।

সিরিয়ার অধিকারকর্মীরা জানায়, শনিবার পুরো দেশে সংঘাতে কম পক্ষে ২৫ জন প্রান হারায়।

XS
SM
MD
LG