অ্যাকসেসিবিলিটি লিংক

অবরোধ চলবে আরও কয়েক সপ্তা: গিলানি


অবরোধ চলবে আরও কয়েক সপ্তা: গিলানি
অবরোধ চলবে আরও কয়েক সপ্তা: গিলানি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বিবিসিকে বলেছেন যে আফগানিস্তানে পাকিস্তান থেকে নেটোর যানবহর চলাচলের উপর আরো কয়েক সপ্তা ধরে অবরোধ বহাল থাকবে।

২৬শে নভেম্বর নেটোর বিমান অভিযানে ২৪ জন পাকিস্তানি সৈন্য নিহত হবার পর ঐ সরবরাহ পথটি বন্ধ করে দেওয়া হয়।

গিলানি ,বিবিসি’র সঙ্গে তাঁর সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার নিষিদ্ধ করার সম্ভাবনাকে নাকচ করে দেননি।

মি গিলানি বলেন যে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বিশ্বাসযোগ্যতার একটি ফাঁক সৃষ্টি হয়েছে। তিনি বলেন যে দুটি দেশের নিজেদের মধ্যে সম্পর্ক উন্নত করতে হবে এবং পরস্পরের উপর আরো আস্থা আনতে হবে।

প্রধানমন্ত্রী গিলানি এই খবর নাকচ করে দেন যে সরকার পাকিস্তানি তালিবানদের সঙ্গে আলোচনা করছে। তবে তিনি বলেন যে কেউ সহিংসতা পরিত্যাগ করলে তাঁর কথায় , “ আমাদের কাছে গ্রহণযোগ্য”।

XS
SM
MD
LG