অ্যাকসেসিবিলিটি লিংক

কবীর চৌধুরী ছিলেন এক প্রাণবন্ত মানুষ – ডঃ সিরাজুল ইসলাম চৌধুরী


কবীর চৌধুরী ছিলেন এক প্রাণবন্ত মানুষ – ডঃ সিরাজুল ইসলাম চৌধুরী
কবীর চৌধুরী ছিলেন এক প্রাণবন্ত মানুষ – ডঃ সিরাজুল ইসলাম চৌধুরী

সদ্য প্রয়াত অধ্যাপক কবীর চৌধুরী ছিলেন একাধারে শিক্ষক, লেখক, অনুবাদক, অসাম্প্রদায়িকতার পক্ষে সোচ্চার এক বিবেকবান মানুষ। এই শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কৃতি অনুবাদকের বয়স হয়েছিল ৮৮ বছর। মঙ্গলবার ভোরে নয়াপল্টনে নিজের বাসায় ঘুমের মধ্যেই মারা যান কবীর চৌধুরী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সন্ধ্যা ৬ টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর সাবেক সহকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এমিরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী কথা বলেছেন তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে। তাঁর সাক্ষাতকার নিয়েছেন আহসানুল হক।


XS
SM
MD
LG