অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় সহিংসতায ২০ জন নিহত


সিরিয়ায় সহিংসতায ২০ জন নিহত
সিরিয়ায় সহিংসতায ২০ জন নিহত

সিরিয়ার অধিকারকর্মিরা এবং সেখানকার প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সরকারী বাহিনী বিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল হমস এ তাদের আক্রমণ আরও তীব্র করে তুলছে। তাতে অন্তত কুড়িজন নিহত হয়েছে।

সক্রিয়কর্মি এবং প্রত্যক্ষদর্শীরা বলছে সোমবার এই সব মৃত্যুর ঘটনা ঘটে যখন সরকারী বাহিনী বাবা আমর মহল্লায় গোলা বর্ষণ করে এবং মেশিন গা্ন দিয়ে গুলি করে। ইউ টিউবে প্রকাশিত ভিডিও তে দেখা যাচ্ছে রক্তের মধ্যে পড়ে আছে বেশ কিছু মৃতদেহ।

ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights বলছে যে সিরিয়ার নিরাপত্তা বাহিনী পাশ্ববর্তী হামা প্রদেশেও হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে।

আরব লীগের পর্যবেক্ষকদের ঐ শহর সফর করার ঠিক একদিন আগে এই সহিংস ঘটনা ঘটলো।

আজ প্রায় জনা পঞ্চাশেক পর্যবেক্ষকের একটি দলের সোমবার সেখানে পৌছুনোর কথা যাতে লীগের সেই সব পরিকল্পনার দিকে নজর রাখা যায় , যাতে সরকারকে গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে দমন অভিযান বন্ধ করতে বলা হয়েছে।

ফ্রান্স এবং বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল পর্যবেক্ষকদের মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা না করে অবিলম্বে হমস যেতে বলেছে ।

XS
SM
MD
LG