অ্যাকসেসিবিলিটি লিংক

পোলিওর বিরুদ্ধে ভারতে মাইলফলক সাফল্য অর্জন


چین میں ’کیشی‘ نامی تہوار منایا جاتا ہے جو کہ دنیا بھر میں 14 فروری کو منائے جانے والے ’ویلنٹائنز ڈے‘ سے ملتا جلتا ہے۔
چین میں ’کیشی‘ نامی تہوار منایا جاتا ہے جو کہ دنیا بھر میں 14 فروری کو منائے جانے والے ’ویلنٹائنز ڈے‘ سے ملتا جلتا ہے۔

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে শুক্রবার এক বছর হবে যে ভারতে পোলিও হওয়ার কোন ঘটনার কথা শোনা যায় নি। দেশের ইতিহাসে এই প্রথম তা ঘটলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সোনা বারি এই মাইল ফলক ঘটনাকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেছেন আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন আগামী কয়েক সপ্তাহ অধীর আগ্রহে তারা অপেক্ষা করবেন, গত ১২ মাসের তথ্য দেখার জন্য।

সবকিছু খতিয়ে দেখা হবে। সব পরীক্ষায় যদি তা প্রমানিত হয় তাহলে ভারতকে আর পোলিওর দেশ হিসেবে বিবেচনা করা হবে না।

XS
SM
MD
LG