অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বর্তমান সরকারের দু’বছরের মূল্যায়ন


ঢাকার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন
ঢাকার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন

এ সপ্তাহে হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের বর্তমান মহাজোট সরকারের প্রথন দুবছরের মূল্যায়ন। শ্রোতাদের প্রশ্নের জবাব দিতে ঢাকা থেকে টেলিফোনে অংশ নিয়েছেন বাংলাদেশের দুজন বিশিষ্ট ব্যাক্তিত্ব - ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট এ্যান্ড রিসার্চ’ এবং ‘সাউথ এশিয়া মিডিয়া কমিশন’ এ দুটো প্রতিষ্ঠানের সভাপতি ডঃ মিজানুর রহমান শেলী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য্।

ডঃ মিজানুর রহমান শেলী অন্যান্য বিষয়ের মধ্যে জোর দিয়ে বলেন যে , সরকার যতই পদক্ষেপ গ্রহন করুন, প্রশাসনিক দক্ষতা এবং সমন্বয়/সমঝোতা সেই সঙ্গে সরকার ও বিরোধী দলের এক যোগে কাজ করা দরকার নতুবা দেশের প্রধান সমস্যাগুলো দূর করা সম্ভব হবেনা।

ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য বেশীর ভাগ প্রশ্নে ডঃ শেলীর সঙ্গে একমত প্রকাশ করে বলেন দুবছরে বিদ্যুত্ ঘাটতি নিরসনে আরো অগ্রগতি অর্জন দরকার ছিল তাহলে আরো কিছু সমস্যার সুরাহা হতে পারতো। তবে উভয়ই বলেন যে কোন কোন ক্ষেত্রে সরকার যে একেবারে কোন উন্নতি অর্জন করেনি , তা ঠিক নয়।

XS
SM
MD
LG