অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মায় মুসলমান ও বৌদ্ধদের মধ্যে সহিংসতার পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে


বর্মায় মুসলমান ও বৌদ্ধদের মধ্যে এক সপ্তা ধরে চলে আসা সহিংসতার পর এখন সেখানে এক ধরণের থমথমে অবস্থা বিরাজ করছে । ও দিকে এই হিংসাহানাহানি বন্ধের জন্যে বর্মার ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে।

প্রেসিডেন্ট থিন সেইন উপকুলীয় রাখাইন রাজ্যে সেনা মোতায়েন করেছেন এবং জরুরী অবস্থা ঘোষণা করেছেন। ঐ রাজ্যে গত সপ্তা থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে এবং শত শত লোক গৃহহারা হয়ে পড়েছে।

অধিকার গোষ্ঠিগুলো আশংকা করছে যে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে এবং রাখাইন বৌদ্ধ ও রোহিংগা মুসলমানদের মধ্যে সহিংসতা বন্ধের জন্যে আরো পদক্ষেপ নিতে বলছে।

এ দিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউমান রাটিস ওয়াচ আজ বলেছে যে সেখানে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা সেখানকার সরকারকে আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রহণ করতে আহ্বান জানিয়েছে যাতে করে বিবদমান পক্ষগুলো বুঝতে পারে যে তাদের ওপর নজরদারি করা হচ্ছে।

হিউমান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ-পরিচালক ফির রবার্টসন বলেছেন যে এরকম খবর পাওয়া যাচ্ছে যে দাঙ্গা পুলিশরা রোহিঙ্গাদের বিরুদ্ধে রাখাইনদের পক্ষ অবলম্বন করছে।

বাংলাদেশী কর্মকর্তারা বলছেন যে তাদের সীমান্ত রক্ষীরা পালিয়ে আসা ৩০০ রোহিঙ্গা মুসলমানকে ফিরিয়ে দিয়েছে।

XS
SM
MD
LG