অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থনীতিবিদ ড ওয়াহিদউদ্দিন মাহমুদ বাজেটের বাস্তাবায়নে সুশাসনের উপর জোর দেন


অর্থমন্ত্রী এ এম এ মুহিত বাজেট উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ কক্ষে প্রবেশ করছেন।
অর্থমন্ত্রী এ এম এ মুহিত বাজেট উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ কক্ষে প্রবেশ করছেন।

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মা’ল অব্দুল মুহিত এই মহাজোট সরকারের এবারের এই বিশাল বাজেটকে অপরিহার্য বলেছেন,বিরোধীদল বলছে বাজেটটি অত্যন্ত উচ্চাভিলাষি । অর্থ মন্ত্রী অবশ্য বলেছেন যে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জের বিষয়। এই বাজেট সম্পর্কে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন যে বাজেট তো প্রতি বছরই আকারে আয়তনে বাড়বে এটাই স্বাভাবিক ব্যাপার তবে নতুন প্রজন্মের কাছে বাড়তি ঋণ হস্তান্তরিত হচ্ছে কী না ও প্রশ্নের জবাবে ড মাহমুদ বলেন সেটা নির্ভর করছে উৎপাদন উন্নয়ন এবং আয়ের ব্যয়ের মধ্যে অনুপাতের পার্থক্যের উপর। তিনি বাজেট বাস্তায়নে সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেন। ড ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রবৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের ও জবাব দেন বাংলাদেশের বাজেট সংক্রান্ত এই বিশ্লেষণাত্মক সাক্ষাৎকারে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে গত ১০ই জুন অর্থমন্ত্রী মুহিত আগামী অর্থবছরের জন্য ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার শিল্প ও পল্লীবান্ধব বাজেট প্রস্তাব করেন। রাজস্ব ব্যয় বাবদে আগামী অর্থবছরের জন্য ৯৩ হাজার ৬৭০ কোটি টাকার বরাদ্দ চেয়েছেন তিনি। বার্ষিক উন্নয়ন খাতে (এডিপি) বরাদ্দ চাওয়া হয়েছে ৩৮ হাজার ৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ রাজস্ব জিডিপির প্রত্যাশা নিয়ে আগামী অর্থবছরে ৯২ হাজার ৮৪৭ কোটি টাকা রাজস্ব আয়ের আশা করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG