অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামার ভারত, ইন্দোনেশিয়া, জাপান সফর এবং জি – টুয়েন্টি শীর্ষ সম্মেলন বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ওয়াল্টার লোম্যানের মূল্যায়ন


প্রেসিডেন্ট ওবামার ভারত, ইন্দোনেশিয়া, জাপান সফর এবং জি – টুয়েন্টি শীর্ষ সম্মেলন বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ওয়াল্টার লোম্যানের মূল্যায়ন
প্রেসিডেন্ট ওবামার ভারত, ইন্দোনেশিয়া, জাপান সফর এবং জি – টুয়েন্টি শীর্ষ সম্মেলন বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ওয়াল্টার লোম্যানের মূল্যায়ন

ওয়াশিংটনে থিংক ট্যাংক হেরিটেজ ফাউণ্ডেশনের এশিয়া স্টাডিজ সেন্টারের পরিচালক ওয়াল্টার লোম্যান, ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে, প্রেসিডেন্টের এই সফর কেমন হলো - ভারত, ইন্দোনেশিয়ায় তার কর্মসূচী এবং জি টুয়েন্টি শীর্ষ সম্মেলন সম্পর্কে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা ভারত গিযেছেন এবং আমি মনে করি আপনারা জানেন যে এর আগে প্রেসিডেন্ট বুশও ভারত সফর করেন এবং সে দেশের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলেন, সেই সম্পর্কটাকেই সুদৃঢ় করার লক্ষ্যে মিঃ ওবামা ভারত সফর করেন এবং অবশ্যই নিরাপত্তার বিষয়টি দুটি দেশের জন্যই অত্যন্ত গুরুত্নবপূর্ণ । সেটাও তিনি তুলে ধরেছেন’।

আসলে প্রেসিডেন্ট ওবামা বলেছেন ভারত এখন একটা বিরাট অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিয়ে এসেছে। আর প্রেসিডেন্ট ওবামা যে ভারতকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন এ প্রসঙ্গে লোম্যানের বক্তব্য হচ্ছে - ‘হ্যাঁ—সেটা প্রকৃত পক্ষে কিছুটা হয়তো বাড়িয়ে বলা হয়েছে। তবে ভারত আন্তর্জাতিক পটভূমিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তবে নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য হওয়ার বিষয়ে আমি মনে করি যে, ভারত এখনও সেই দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত নয়। তার কারণ এই মূহুর্তে নিরাপত্তা পরিষদই সুষ্ঠুভাবে কার্যকর নয়। তাই ভারতের সদস্যত্ব নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বকে আরও জটিল করে তুলতে পারে।

প্রেসিডেন্ট ওবামা,ভারত – পাকিস্তান সম্পর্ক বিষয়ে তেমন বিশেষ কিছু উল্লেখ করেন নি। এ সম্পর্কে লোম্যান বললেন, ‘পাকিস্তানে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িত রযেছে। আফগানিস্তান বিষয়টি আছে। আমরা অর্থাত্ যুক্তরাষ্ট্র, পাকিস্তানের সহযোগিতা ছাড়া আফগান যুদ্ধে জয়ী হতে পারি না । আফ-পাক বলে একটা শব্দ প্রচলিত, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার কথা। আমার মনে হয়, ভারত এই বিষয়টি সঠিক উপলব্ধি করতে পারে না। এই বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ’।

প্রেসিডেন্ট ওবামা ইন্দোনেশিয়া সফরে গিয়ে আবার বলেছেন যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, ইসলামের সঙ্গে তার কোন বিরোধ নেই। তিনি ইরাক ও আফগানিস্তান যুদ্ধ অবসানের, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার কথাও বলেছেন। আর অর্থনৈতিক সহযোগিতা জোরদার করারও আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG