অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় সংঘর্ষ, প্রতিবাদ বিক্ষোভ চলছেঃ অস্ত্র বিরোতী ভেঙ্গে পরছে


সিরিয়ার নিরাপত্তা বাহিনী হামায় একজন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা করেছে। একদিনের অস্ত্র বিরোতীর পর তুরষ্কের সীমান্তের কাছে অধিকার গোষ্ঠি এবং সরকারী সেনাদের মধ্যে আবার লড়াই শুরু হয়।

যে সব এলাকায় প্রায়ই সহিংসতা হচ্ছে সেখানকার বেশ কিছু এলাকাসহ দেশের সর্বত্র বিরোধী দলগুলো ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।

সক্রিয়বাদীরা জানিয়েছে, বিক্ষোভকারীদের একটি দল হোমস শহরের প্রধান চত্বরের দিকে অগ্রসর হলে সরকারী বাহিনী তাদের ওপর গুলি বর্ষণ করে।

জাতিসংঘ-আরব লীগ দূত কোফি আনান প্রদত্ত, অস্ত্র বিরোতীর প্রতি সম্মান প্রদর্শনে সিরিয়া সরকার সম্মত হওয়ার একদিন পরে, সেখানে সহিংসতা ছরিয়ে পরে । ঐ পরিকল্পনা অনুযায়ী যেসব শহরে নিরাপত্তা সেনা মোতায়েন আছে সেখান থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এবং বিক্ষোভকারীদের ওপর এক বছরের বেশি দমন অভিযান বন্ধ করার কথা।

XS
SM
MD
LG