অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে, আরব লিগের প্রধান গৃহযুদ্ধের আশংকা প্রকাশ করেন


সিরিয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে, আরব লিগের প্রধান গৃহযুদ্ধের আশংকা প্রকাশ করেন
সিরিয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে, আরব লিগের প্রধান গৃহযুদ্ধের আশংকা প্রকাশ করেন

শুক্রবার আরব লিগের প্রধান, সতর্ক করে দেন যে সিরিয়ায় হয়ত গৃহযুদ্ধ হতে পারে। ওদিকে সে দেশে, সশস্ত্র একটি বিদ্রোহী গ্রুপের সমর্থনে, হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে।

আরব লিগের প্রধান, নাবিল এল আরাবি, অ্যাসোশিয়েটেড প্রেস বার্তা সংস্থা এবং একটি মিশরীয় টেলিভিশন স্টেশনকে দেওয়া সাক্ষাত্কারের সময় ওই মন্তব্য করেন। ওদিকে সরকার বিরোধী প্রতিবাদকারীরা, সাবেক সেনাদের নিয়ে গঠিত ‘ফ্রি সিরিয়ান আর্মি’র প্রতি সমর্থন প্রকাশ করে।

সক্রিয়কর্মীরা বলেন ইদলিব প্রদেশের আরিহা শহরে ২০ হাজার মানুষ, সমবেত হয়। সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইট্স সংগঠন থেকে বলা হয়েছে, সেনারা ওই অঞ্চলে প্রতিবাদকারীদের উপর গুলি বর্ষণ করে। আক্রমনে এক ব্যাক্তি নিহত হয়।

সরকার বিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে দশ মাসের দমন অভিযান, ক্রমান্বয়ে আরও সহিংস হয়ে উঠেছে। দলছুট সেনারা ওদিকে সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে।

XS
SM
MD
LG