অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গে তৃণমূল-কংগ্রেস কোয়ালিশনের বড় ব্যবধানে জয়


A Congolese girl, displaced by recent fighting in North Kivu, holds a doll at the child friendly space (CFS) within Mugunga III camp for the internally displaced people near Goma, eastern Democratic Republic of Congo.
A Congolese girl, displaced by recent fighting in North Kivu, holds a doll at the child friendly space (CFS) within Mugunga III camp for the internally displaced people near Goma, eastern Democratic Republic of Congo.

পশ্চিম বঙ্গে রাজ্য বিধান সভার নির্বাচনে তৃণমূল-কংগ্রেস কোয়ালিশন বিপুল ভোটাধিক্যে জয়লাভ করেছে। কংগ্রেস দল প্রত্যন্ত উত্তর পুর্বাঞ্চলের অসম রাজ্যে ক্ষমতা বজায় রেখেছে এবং দক্ষিণের কেরালা রাজ্যে কমিউনিস্টের স্বল্প ব্যবধানে পরাজিত করেছে।

ভোটাররা কমিউনিস্টদের তাদের দুটি শক্ত ঘাটিতে ক্ষমতাচ্যুত করেছে। ওদিকে তারা কেন্দ্রে ক্ষমতাসীন কোয়ালিশনকে জোরদার করেছে। রাজ্য বিধান সভার ফলাফল প্রকাশ করা হয় শুক্রবার। পশ্চিম বঙ্গে ভোটাররা কমিউনিস্ট সরকারের তিন দশকের শাসনের অবসান ঘটিয়েছে।

পশ্চিম বঙ্গে তৃণমূল-কংগ্রেস কোয়ালিশনের জয় সম্পর্কে জানালেন কোলকাতা থেকে পরমাশীষ ঘোষ রায়।

XS
SM
MD
LG