অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনিসিয়ার রাজধানীতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ


তিউনিসিয়ার রাজধানীতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
তিউনিসিয়ার রাজধানীতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

তিউনিসিয়ার রাজধানীতে হাজার হাজার লোক প্রেসিডেন্ট যেইন এল আবেদিন বেন আলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে। এক দিন আগে তিনি মারাত্মক দাঙ্গা হাঙ্গামা বন্ধের চেষ্টায় ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

বিক্ষোভকারীরা নানা ধরণের ব্যানার বহন করছে। তারা তিউনিসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে স্লোগান দিচ্ছে।

এ্যাসোসিয়েটেড প্রেস একজন মেডিকেল অফিসারের উদ্ধৃতি দিয়ে বলেছে বৃহসপতিবার দিনের শেষ দিকে গোলযোগে ১৩ জনেরও বেশি লোক নিহত হয়েছে। খাদ্যের মূল্য বৃদ্ধি এবং উচ্চ বেকার হারের বিরুদ্ধে প্রতিবাদে ২৩ জনের মৃত্যুর যে সরকারী রিপোর্ট প্রকাশিত হয়েছিল, নতুন এই মৃত্যু সংখ্যা তার সংগে যুক্ত হবে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে যে মৃত্যুর সংখ্যা এর চেয়ে উল্লেখযোগ্য সংখ্যায় আরো বেশি।

XS
SM
MD
LG