অ্যাকসেসিবিলিটি লিংক

দুজন জেএমবি নেতার কারাদণ্ড , জামায়াতি দু নেতা পুলিশি রিম্যান্ড


জামায়াতের দুই শীর্ষ নেতা গ্রেফতার
জামায়াতের দুই শীর্ষ নেতা গ্রেফতার

বাংলাদেশে এক আদালত, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালানোর জন্য নিষিদ্ধ ইসলামপন্থী গ্রুপ এর দুজন সদস্যকে দোষি সাব্যস্ত করেছে। বিচারক মোহাম্মদ রেজাউল ইসলাম বুধবার ঢাকায়, ওই দুই ব্যাক্তিকে ৫০ বছরের কারাদন্ড দেন। জামাতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) দেশে ইসলামী আইন শরিয়া বলবতৎ করতে চায়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোলল্গাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরের আলবদী এলাকায় একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়েরকৃত একটি মামলায় বুধবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের দু'জনকে আদালতে হাজির করে।
আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মালিবাগের সিআইডি কার্যালয়ে কামারুজ্জামান এবং কাদের মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

XS
SM
MD
LG