অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি লক্ষ্য করছি - রবার্ট ব্লেক


Burmese police officers are surrounded by a small group of pro-democracy students marching to commemorate the August 8,1988 uprising, Rangoon, August 8, 2013.
Burmese police officers are surrounded by a small group of pro-democracy students marching to commemorate the August 8,1988 uprising, Rangoon, August 8, 2013.

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে এ্যাসিসটেন্ট সেক্রেটারী রবার্ট ব্লেক সম্প্রতি ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাতকারে মধ্য এশিয়া এবং আফগানিস্তান – পাকিস্তান ও ভারত সম্পর্কে বক্তব্য রাখেন ।

রবার্ট ব্লেক বলেন, আফগানিস্তান অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । তিনি বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির ক্ষেত্রে এটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় । তাই অবশ্যই আমরা এই বিষয়টির ওপর মনোযোগ নিবদ্ধ করছি’ ।

রবার্ট ব্লেক বলেন, ‘সম্প্রতি প্রেসিডেন্ট কারযাই-এর পাকিস্তান সফরকালে দুদেশের মধ্যে পরিবহন ও বাণিজ্য চুক্তি কার্যকর করার এবং সেই ব্যবস্থা মধ্য এশিয়ার দেশগুলোয় সম্প্রসারিত করার যে উদ্যোগ নেওয়া হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি । তুর্কমেনিস্তান – আফগানিস্তান – ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে যে গ্যাস পাইপ লাইন প্রকল্পের কাজ চলছে আমরা সে বিষয়েও উত্সাহিত । সেইসঙ্গে আমরা ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি লক্ষ্য করছি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে’ । তিনি বলেন, তাই আমি মনে করি যে এ হচ্ছে ওই অঞ্চলে এক বিরাট অগ্রগতি ।

XS
SM
MD
LG