অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ক্রিকেটে দেশের মাঠে নিউজিল্যাণ্ডকে হারিয়ে নতুন ইতিহাস রচনা করলো


বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

সাকিব আল হাসানের নেতৃত্বে দুর্দান্ত খেলেছে বাংলা টাইগার দল । কোচ জেমি সিডন্স বারবার বলছিলেন যে –‘এই তরুন ছেলেরা নিজেদের দিনে কিন্তু যে কোন দলকেই হারিয়ে দিতে পারে’। আর ঢাকায় পা রেখে ড্যানিয়েল ভেট্টরী বারবার একটি শংকার কথাই বলেছেন, তাদের যত ভয় - ‘সাকিব আল হাসান আর বাংলাদেশের স্পিনারদের, কারণ উপমহাদেশে স্পিনারদের ভয়াবহ স্পিনের মুখে তাদের যে পরীক্ষা দিতে হয়, সেটা বড় কঠিন । আর সেই কঠিনটা আরও কঠিন করে তুলেছিলেন সাকিব আল হাসান, আবদুর রাজ্জাক, সোহরাওয়ার্দি শুভ ও মাহমুদউল্লা রিয়াজ’।

দিলু খোন্দকার এবিষয়ে বিস্তারিত জানালেন।

ওদিকে দিল্লীতে শেষ হলো ১৯তম কমনওয়েলথ গেমস। সব সমালোচনার তুফানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে স্বাগতিক ভারত ১০১টি পদক জিতে ২য় স্থানটি দখল করলো। সেইসঙ্গে প্রমান করলো ভারত আগামীতে এশিয়ান গেমস ও অলিম্পিকের মত ক্রীড়া উত্সব আয়োজনে প্রস্তুত ।

দিল্লী থেকে বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তা – প্রেস মিনিস্টার ও সাংবাদিক এনামুল হক চৌধুরী এবিষয়ে বিস্তারিত জানালেন।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG