অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের শীর্ষ কুটনীতিক লিবিয়ায় অন্তর্বর্তী পরিষদের প্রধানের সঙ্গে সাক্ষাত্ করেন


যুক্তরাষ্ট্রের শীর্ষ কুটনীতিক লিবিয়ায় অন্তর্বর্তী পরিষদের প্রধানের সঙ্গে সাক্ষাত্ করেন
যুক্তরাষ্ট্রের শীর্ষ কুটনীতিক লিবিয়ায় অন্তর্বর্তী পরিষদের প্রধানের সঙ্গে সাক্ষাত্ করেন

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের নিকট প্রাচ্য বিভাগের অ্যাসিসটেন্ট সেগ্রেটারি জেফরি ফেল্টম্যান বলেছেন তিনি লিবিয়ানদের আস্বাস দিয়েছেন যে আমেরিকান প্রশাসন লিবিয়ার সার্বভৌমত্বের প্রতি মর্যাদা দেবে এবং তিনি আরও বলেন যে লিবিয়ার ভবিষ্যত্ সে দেশের জনগনের হাতে।

ফেল্টম্যান, লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের প্রধান, মুস্তাফা আব্দেল জলিল এর সঙ্গে বুধবার সাক্ষাত্ করেন। অন্তর্বর্তী কর্তৃপক্ষ মোয়াম্মর গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর ফেল্টম্যান হচ্ছেন সবচাইতে উচ্চপদস্থ কর্মকর্তা যিনি লিবিয়ায় গেলেন।

বিশ্ব ব্যাঙ্ক এনটিসিকে স্বীকৃতি দেওয়ার এক দিন পরে এই বৈঠক হলো। বিশ্ব ব্যাঙ্ক বলেছে তারা লিবিয়ার এই অন্তর্বর্তী সময়ে সাহায্য করবে।

XS
SM
MD
LG