অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সুপ্রিম কোর্ট এক রাজনৈতিক সক্রিয়বাদিকে জামিন মঞ্জুর করেছে


বিনায়ক সেন
বিনায়ক সেন

ভারতের সুপ্রিম কোর্ট আজ শুক্রবার মাওবাদী বিদ্রোহীদের সাহায্য করার জন্য যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত একজন রাজনৈতিক সক্রিয়বাদি বিনায়ক সেনের জামিন মঞ্জুর করেছে ।

ডিসেম্বর মাসে পুলিশের কাছে পাওয়া মাওবাদীদের নথিপত্রের ওপর ভিত্তি করে মি সেনকে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার জন্যে দোষী সাব্যস্ত করা হয়। ৬১ বছর বয়সী চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি একজন কারারুদ্ধ মাওবাদী নেতার বার্তা আদান প্রদান করেন এবং একজন মাওপন্থীকে ব্যাঙ্ক আকাউন্ট খুলতে সাহায্য করেন।

সুপ্রিম কোর্ট আজ ঐ সব নথিপত্রের বিষয়ে প্রশ্ন উত্থাপন করে এবং বলে যে এতে মনে হতে পারে যে তিনি তাদের সমর্থক কিন্তু এর মানে এই নয় যে তিনি দেশদ্রোহিতার অপরাধে অপরাধী।

XS
SM
MD
LG