অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল ব্যাংকক, ভারত এবং জর্জিয়ার বোমা বিষ্ফোরণকে সংশ্লিষ্ট করছে


A supporter of ousted President Mohamed Morsi throws a tear gas canister back towards the police during clashes in central Cairo, August 13, 2013.
A supporter of ousted President Mohamed Morsi throws a tear gas canister back towards the police during clashes in central Cairo, August 13, 2013.

ইসরাইল অভিযোগ করেছে যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকে মংগলবার বোমা বিষ্ফোরণ,ভারতে এবং জর্জিয়াতে ইস্রায়েলী কূটনৈতিকদের লক্ষ করে যে গাড়ী বোমা বিষ্ফোরণ ঘটে তাতে ইরানের হাত রয়েছে। তবে ইরান ঐ অভিযোগ প্রত্যাক্ষান করেছে।

থাইল্যান্ডে নিয়োজিত ইস্রায়েলী রাষ্ট্রদূত ইটজহাক সোহাম বলেন, ব্যাংকে যে বিষ্ফোরণ ঘটে তাতে যে বিষ্ফোরক ব্যবহার করা হয়েছে, সোমবার নতুন দিল্লী এবং টিবিলিসি র আক্রমনেও একই বিষ্ফোরক ব্যবহার করা হয়েছে।

তেহরানে, ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অভি্যোগ করে বলেছেন যে ইস্রায়েল তেহরান ও ব্যাংককের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সংম্পর্ক বিদ্যামান তা ক্ষতি করার উদ্দেশ্যই এই অভিযোগ করছে।

নতুন দিল্লীতে আক্রমনে চারজন আহত হয়। এবং টিবিলিসিতে গাড়ী বোমাটি নিষ্ক্রীয় করা হয়।

ব্যাংককে বিষ্ফোরণে সংশ্লিষ্ট দুজন ইরানীকে আটক করা হয়েছে।

XS
SM
MD
LG