অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্ততঃ ১৪জন প্রান হারায়


সিরিয়ায় নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্ততঃ ১৪জন প্রান হারায়
সিরিয়ায় নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্ততঃ ১৪জন প্রান হারায়

সিরিয়ায় নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারীদের ওপর গুলি চালালে অন্ততঃ ১৪জন প্রান হারায়।

মানবাধিকার গ্রুপ ও মতাদর্শ সংগ্রামীরা বলছেন, আজ শুক্রবার রাজধানী দামেস্ক, দক্ষিণের দারা ও উত্তরের ইদলিব এলাকাসহ বিভিন্ন জায়গায় মানুষ প্রান হারায়। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ব্যবহার করে।

হাজার হাজার সিরিয়ান সারা দেশে গনতন্ত্রকামী প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমন অভিযানে শত শত মানুষকে আটক করার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ।

সিরিয়ায় হিউম্যান রাইটস ওয়াচের জরুরী কার্যক্রমের পরিচালক পিটার বুকার্ট জেনিভা থেকে স্কাইপের মাধ্যমে ভয়েস অফ আমেরিকাকে বলেন, ১৭ হাজার মানুষকে আটক করা হয়েছে।

‘বন্দী অবস্থায় তাদের ভাগ্যে কি ঘটছে তা কিছুই জানা যায়নি । তাদের কোথায় নিযে যাওয়া হয়েছে, পরিবারের কাউকে কিছুই জানানো হয়নি । যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের ওপর অত্যাচার করা হয় এবং নৃশংসভাবে মারধোর করা হয় ।

XS
SM
MD
LG