অ্যাকসেসিবিলিটি লিংক

বিপি মেক্সিকো উপসাগরে তেল কূপের ফেটে যাওয়া অংশে বসানো ক্যাপে পরীক্ষা শুরু করেছে


তেল কোম্পানী ‘বিপি’ মেক্সিকো উপসাগরের তেল কূপের ফেটে যাওয়া অংশে যে ক্যাপ বসানো হয়েছে তার ওপর চাপ প্রয়োগের পরীক্ষা শুরু করেছে।

বিপি নিশ্চিত করেছে যে বৃহসপতিবার তারা পরীক্ষা আবার শুরু করেছে। বিপি বলছে এই পরীক্ষা কমপক্ষে ৬ ঘন্টা ধরে চলবে এবং ৪৮ ঘন্টা পর্যন্তও হতে পারে।

তেল নি:স্বরন বিষয়ে দায়ীত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের কর্মকর্তা, অবসরপ্রাপ্ত এ্যাডমিরাল থাড এ্যালেন সাংবাদিকদের বলেন, পাইপ লাইনের যে অংশ দিয়ে তেল নি:স্বরন হচ্ছিল সেই অংশটি মেরামত করা হয়েছে।

ক্যাপটির ভাল্ভ পরীক্ষা করে দেখা হবে যে তেল কূপের মধ্য থেকে উত্থিত চাপ এটা সহ্য করতে পারে কিনা এবং কার্যকরভাবে তেল চুঁয়ানো বন্ধ হয় কিনা। প্রতিদিন ৬০ হাজার ব্যারেল তেল নি:স্বরন হচ্ছে বলে ধারণা করা হয়।

এ্যালেন বলেন, ক্যাপটি যদি তেল চুঁয়ানো বন্ধ করতে পারে তাহলে বিপি হয়তো জাহাজে তেল না পাঠিয়ে বরং তা কূপের মধ্যেই রাখতে চেষ্টা করবে।

XS
SM
MD
LG