অ্যাকসেসিবিলিটি লিংক

কায়রো এবং আলেকজ্যান্দ্রিয়ায় উত্তেজনা বাড়ছেঃ প্রেসিডেন্টপদের ফিরতি নির্বাচন হতে যাচ্ছে


বিক্ষুদ্ধ প্রতিবাদীরা কায়রো এবং আলেকজ্যান্দ্রিয়ার রাজপথে বিক্ষোভ করছে। সেখানে উত্তজনা চরমে এখন টানটান।

মিসরের বিচারকেরা শুক্রবার সাবেক প্রেসিডেন হুসনী মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকে ফিরতি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে আদালত রায়ে দেওয়ার এর পর কায়রোতে আবার বিক্ষোভ শুরু হয়েছে। অনেকেই এই রায় কে সুচিন্তিত ভাবে পুরানো শাসকদের ফিরিয়া আনা হচ্ছে বলেই মনে করছেন।

মিসরের সাংবিধানিক উচ্চ আদালত দেশের ইসলামপন্থীদের নিয়ন্ত্রিত সংসদকে বিলুপ্ত ঘোষণা করে।

কিছু ইসলামিক নেতা দেশের সমরিক পরিষদকে দায়ে করে বলেন, যে তারা আদালতকে ব্যবহার করছে একটি সুপরিকল্পিত সামরিক অভুত্থান ঘটোনোর জন্য।

XS
SM
MD
LG