অ্যাকসেসিবিলিটি লিংক

‘বাংলাদেশের অর্থনীতির ওপর শেয়ার বাজার ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব’ এ বিষয়ে সাপ্তাহিক হ্যালো ওয়াশিংটন


বাংলাদেশে এই হালে বেশ কবার বেশ বড়ো মাপে শেয়ার বাজারে পতন দেখা গিয়েছে – এ নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে, সংঘাত-সংঘর্ষ হয়েছে বিনিয়োগকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দোষারোপ হতে দেখা গিয়েছে । অতি সম্প্রতিও ঢাকা-চট্রগ্রাম-বরিশালে শেয়ার বাজারে বড়ো মাপে পতন হয়েছে – আবার একবার বিক্ষোভ-সংঘাত-সংঘর্ষ হয়েছে । এর ভিত্তিতে ভয়েস অফ এ্যামেরিকার বাংলা সর্ভিস ‘বাংলাদেশের অর্থনীতির ওপর শেয়ার বাজার ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব’ এ বিষয়ে সাপ্তাহিক ‘হ্যালো ওয়াশিংটন’ অনুষ্ঠানের আয়োজন করে । এ অনুষ্ঠানে প্রতি বুধবারের মতো এবারেও শ্রোতাদের সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক নানান প্রশ্নের উত্তর দেন অতিথি বক্তারা । এ বুধবারে অতিথি বক্তা প্যানেলে ছিলেন ঢাকার গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সি পি ডি-র গবেষক , অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং নিউ ইয়র্ক থেকে প্যানেলে যোগ দেন জাতিসংঘের অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান । রাজনৈতিক অঙ্গন ও শেয়ার বাজারের পতন সংশ্লিষ্ট বিষয়টির বিশ্লেষণে শ্রোতাদের জিজ্ঞাসার জবাবে ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন – বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম পরিচালনার জন্যে যথেস্ট মাত্রার যে যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন বাংলাদেশে সে জায়গাটাতে ঘাটতি রয়েছে । ডক্টর মোয়াজ্জেমেরব অভিমত যে বাজার পরিচালনার জন্যে যেধরনের ইকুইপমেন্টের দরকার হয় সেই মনিটরিং ও সারভেইলেন্স সফটওয়্যার বাংলাদেশে এস ই সি-র সংস্থার নিজের কাছে নেই । জাতিসংঘের অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান মনে করেন মূদ্রা নীতি , রাজস্ব নীতি এবং সেই সঙ্গে যে অর্থনৈতিক নীতিমালা সরকারের রয়েছে তার মধ্যে সমন্বয় সাধনের দরকার আছে । তাঁর মত হলো, দায়িত্ব – দায়ভার দোষ যাই হোক , চাহিদার ক্ষেত্রে যাঁরা বিনিয়োগ করছেন তাঁদের ওপর যেমন বর্তাচ্ছে তেমনিভাবে , শেয়ার বাজার চালাচ্ছেন যাঁরা – শেয়ার বাজার যাঁরা নিয়ন্ত্রণ করছেন তাঁদের ওপরও তেমনিভাবে তা বর্তায় ।

XS
SM
MD
LG