অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের ধর্মভিত্তিক শাসক দল তেহরানে সমাবেশ ডেকেছে


ইরানের ধর্মভিত্তিক শাসক দল তেহরানে সমাবেশ ডেকেছে
ইরানের ধর্মভিত্তিক শাসক দল তেহরানে সমাবেশ ডেকেছে

ইরানের ধর্মভিত্তিক শাসক দল শুক্রবার তেহরানে বড় রকমের সমাবেশের আহ্বান জানিয়েছে। তারা বলছে যে সংস্কারবাদীদের প্রতি ঘৃণা জানানোর জন্যে তারা এই সমাবেশ আয়োজন করছে।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের Islamic Propagation Coordination Council তেহরানের বাসিন্দাদের তাদের ভাষায় রাষ্ট্রবিরোধী ও তাদের মিত্রদের অপরাধের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জন্যে শুক্রবার জুম্মার নামাজের পর সমবেত হবার আহ্বান জানিয়েছে।

ইরানের রক্ষণশীল বিধায়করা সংস্কারবাদী নেতা মীর হোসেন মোসাওয়ী এবং মেহদি কারুবির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনছেন । ঐ প্রতিবাদ বিক্ষোভে সোমবার তেহরান ও অন্যান্য শহরের রাস্তায় হাজার হাজার লোক নেমে আসে। ইরানে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদন্ড ।

ইরানের প্রধান অভিশংসক গো্লাম হোসেইন মোহসেনি আজ বলেছেন যে তিনি দুজন সংস্কারবাদীর শাস্তির দাবী সমর্থন করেন।

এ দিকে বিরোধী নেতারাও তাদের অনড় বিবৃতি প্রকাশ করেছেন । কারোবী বলেছেন তিনি তার দেশের জন্যে যে কোন মূল্য দিতে প্রস্তুত। তবে সোমবারের ঐ বিক্ষোভের সমালোচনা করে মাহমুদ আহমেদিনিজাদ বলেছেন যে তারা তাদের উদ্দেশ্য অর্জন করবে না।

XS
SM
MD
LG