অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় গোলাবর্ষণ ও গুলিতে ৯ জন নিহত



I
I

সিরিয়ার সক্রিয়বাদীরা বলছে, বুধবার সরকারি বাহিনী গোলাবর্ষণ ও গুলি চালিয়ে সিরিয়াব্যাপী অন্তত ৯ জনকে হত্যা করেছে। এই সপ্তাহে ইদলীব প্রদেশে আবার সহিংসতা শুরু হয় এবং নিহতের সংখ্যা সেখানে সবচেয়ে বেশী।

সিরিয়ার অবজার্ভেটারী ফর হিউম্যেন রাইটস বলছে নিরাপত্তা সেনারা খান সাইখুন এলাকায় অভিযান চালালে কমপক্ষে ৫ জনকে হত্যা করেছে। মংগলবার, সেখানে জাতিসঙ্ঘের গাড়ী বহরকে লক্ষকরে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিষ্ফোরণ ঘটে এবং ব্যাপক গুলি চলে। ওই বিষ্ফোরণে জাতিসঙ্ঘের গাড়ী বহরের ক্ষতি হয়েছে এবং এর একদিন পর বুধবার খান সাইখুন থেকে পর্যবেক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।

জাতিসঙ্ঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র ফারহান হক আল হুরা টেলিভিশনে বলেন, চলমান সহিংসতা এটাই ইংগিত দেয় যে দুই পক্ষেরই মিঃ আনানের দেওয়া শান্তি পরিকল্পনার রুপরেখা মেনে চলা প্রযোজন।

XS
SM
MD
LG